ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নতুন বছরে পাকিস্তানে গ্যাসের দাম দ্বিগুণ হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৩, ৬ ডিসেম্বর ২০২৩

আসছে বছরের প্রথম থেকেই আবাসিক এলাকার গ্রাহকদের জন্য গ্যাসের অবিশ্বাস্য রকমের মূল্য বৃদ্ধি করছে পাকিস্তান সরকার। দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রণালয় বলছে, গ্যাসে ১ বিলিয়ন রুপি ঘাটতির কারণে এমন সিদ্ধান্ত নিচ্ছে তারা।

দ্য নিউজ জানিয়েছে, গত নভেম্বরে ১৯৩ শতাংশ মূল্য বৃদ্ধি করা হয়েছিল। এরপর যাইহোক সুরক্ষিত গ্রাহকরা প্রতি মাসে ১০ থেকে ৪০০ টাকা পর্যন্ত মিটার চার্জ অন্য কোনো মূল্যবৃদ্ধির মুখোমুখি হয়নি। আবাসিকের এই গ্রাহকরা দেশব্যাপী মোট গ্রাহকের মোট ৫৭ শতাংশ। এখন গ্যাসের দাম ১০০ শতাংশ পর্যন্ত বাড়াতে চায় কর্তৃপক্ষ। আর সেটি করা হবে ২০২৪ সালের জানুয়ারি ও জুলাইয়ে দুই ধাপে। আইএমএফের নির্দেশনা অনুযায়ী, সরকার জানুয়ারিতে রপ্তানি ও রপ্তানি না করা শিল্পগুলোর মধ্যে গ্যাসের দামের বৈষম্যের অবসান ঘটাতেও প্রস্তুত; এর ফলে এই শিল্প এলাকার গ্যাস সংযোগ থেকে ২০-৩০ বিলিয়ন রুপি অতিরিক্ত রাজস্ব আসবে।

জ্বালানি কর্মকর্তারা বলছেন, একই মূল্য নির্ধারণ করে রপ্তানিমুখী ও রপ্তানি না করা শিল্পগুলোকে গ্যাসের দামে এক কাতারে ফেলা হবে। এখন রপ্তানিমুখী শিল্পে গ্যাসের মূল্য প্রতি এমএমবিটিইউ ২ হাজার ১০০ রুপি। রপ্তানি না করা শিল্পগুলোর জন্য গ্যাসের মূল্য প্রতি ইউনিট ২ হাজার ২০০ রুপি।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি