ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন বছরে শিপন-রিমার উপহার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ৩১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আসছে নতুন বছর। আর এ উপলক্ষে প্রকাশ হয়েছে নতুন গানের ভিডিও। ‘মনটা চিনচিন’ শিরোনামে জাহিদ আকবরের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কাজী শুভ ও সাবরিনা। কাজী শুভর সুরে গানের সংগীতায়োজন করেছেন রাফী।

ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিনা রিমা। ফিল্মি স্টাইলের এই ভিডিওতে রিমার বিপরীতে রয়েছে চিত্রনায়ক শিপন মিত্র। মিউজিক ভিডিওটি পরিচালনায় ছিলেন সৌমিত্র ঘোষ ইমন। ভিডিওটি শুক্রবার সংগীতার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

গানটি নিয়ে গায়ক কাজী শুভ বলেন, ‘জাহিদ আকবার আমার প্রিয় গীতিকবিদের একজন। তার কথা আমাকে সবসময় মুগ্ধ করে। অনেকদিন পর তার কথায় কণ্ঠ দিলাম। বেশ ভালো একটি গান করার চেষ্টা করেছি। আমার সঙ্গে সাবরিনাও দুর্দান্ত গেয়েছেন। পাশাপাশি গানটির চমৎকার ভিডিও নির্মাণ করা হয়েছে। কাল প্রকাশের পর এখন পর্যন্ত বেশ ভালো সাড়া পেয়ছি।’

ভিডিওটি নিয়ে শিপন বলেন, ‘মিউজিক ভিডিওতে কাজ করতে আমি আনন্দ পাই। যদি বলি চলচ্চিত্রে আমার আসাটা মিউজিক ভিডিও দিয়েই। এখানে আমার আলাদা একটা দুর্বলতা রয়েগেছে। কারণ মিউজিক ভিডিওর মাধ্যমে আমি খুব সহজে মানুষের কাছে যেতে পারি। তারপরও খুব ভালো গান, ভালো গল্প না হলে আমি করিনা। এ গানটিও ভালো হয়েছে। দর্শকদের ভালো লাগবে।’

গানটির ভিডিও প্রসঙ্গে সাবিনা রিমা বলেন, ‘অনেক প্রত্যাশা এই ভিডিওটি নিয়ে। কারণ এটি আমার প্রথম মিউজিক ভিডিও। আমিও কখনোই রাজি ছিলাম না মিউজিক ভিডিওর ব্যাপারে। কিন্তু এর স্ক্রিপ্ট ও পরিচালকের কাজের স্টাইল আমার খুব পছন্দ হয়েছে বলেই কাজটি করা হলো। তাছাড়া চিত্রনায়ক শিপনের সঙ্গেও এটা আমার প্রথম কাজ। সেখানেও দারুণ অভিজ্ঞতা হলো।’

তিনি আরও বলেন, ‘গানটির কথাগুলো খুব সুন্দর। মনে নাড়া দেয় অনুভূতিগুলো। কথা ও সুরের সঙ্গে তাল রেখেই বিগ বাজেটে চমৎকার সব লোকেশনে এর দৃশ্যধারণ হয়েছে। অনেক মজা করেই শুটিংয়ে অংশ নিয়েছিলাম। গ্ল্যামার আর লোকেশনের চাকচিক্য দর্শকদের মুগ্ধতা দেবে বলেই বিশ্বাস আমার।’

গানটির ভিডিও দেখতে ক্লিক করুন :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি