ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন বেঞ্চে কাসেম আলীর আপিল শুনানির দাবি খাদ্যমন্ত্রীর

প্রকাশিত : ২৩:২৭, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:২৮, ৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল শুনানির দাবি দানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির গোলটেবিল আলোচনায় তিনি এ দাবি জানান। সম্প্রতি প্রসিকিউশন ও তদন্ত সংস্থা নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য যুদ্ধাপরাধীদের বিচারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলে দাবি করেন অন্য বক্তারা। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গণহত্যাকারীদের বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে রাজধানীর বিলিয়া মিলনায়তনে গোলটেবিল বৈঠকে আলোচনার আয়োজন করে ঘাতক দালাল নির্মূল কমিটি। এতে ধারণাপত্র পাঠ করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে সম্প্রতি প্রসিকিউশন ও তদন্ত সংস্থা নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন বরেণ্য ব্যক্তিরা। এমন পরিস্থিতিতে বিচার ব্যাবস্থাকে গ্রহনযোগ্য করার জন্য প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠনের দাবি জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। একাত্তরে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এদেশের জনগনের বিরুদ্ধে, তাই প্রতিটি নাগরিক প্রধান বিচারপতির মন্তব্যে ক্ষোভ প্রকাশের অধিকার রাখেন বলেও মন্তব্য করেন বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি