নতুন বেশে মাশরাফি
প্রকাশিত : ১৮:৪৮, ৩ জানুয়ারি ২০১৯
সেই চেনা পরিচিত জার্সি ট্রাউজার নয়, পাঞ্জাবী জিন্স ও নয়, এবার মাশরাফিকে দেখা গেল সম্পূর্ণ নতুন বেশে। এবার তাকে দেখা গেল মুজিব কোট পরিহিত অবস্থায়। সাদা পাঞ্জাবীর উপর কালো কোট পড়ে আজ সংসদ ভবনের সংশ্লিষ্ট কক্ষে শপথ নিতে এসেছিলেন তিনি। নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন।
মাশরাফিই প্রথম যিনি ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির মাঠে এসেই এভাবে জয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করলেন। তবে এর পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকাকে বড় করে দেখছেন সকলে। তিনিই দলীয় মনোনয়ন দিয়ে মাশরাফিকে রাজনীতিতে আসার সুযোগ করে দিলেন।
এদিকে মাশরাফিকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে ঝড় উঠেছে। আবুল হাসনাত লিপু নামে একজন ফেসবুকে লিখেছেন, "ক্রিকেটের উন্নয়নের জন্য মাশরাফিকে মন্ত্রী করা দরকার"।
মুজাহিদুল ইসলাম নামে একজন লিখেছেন, "ক্রীড়ামন্ত্রী যদি খেলার মাঠ থেকে আসে তাহলে তিনি বাস্তব পরিস্থিতি বুঝতে ও সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। সেজন্য মাশরাফি বিন মর্তুজা সবদিক দিয়ে যোগ্য।"
তবে যাকে নিয়ে এতো আলোচনা সেই মাশরাফি বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর ইচ্ছায় রাজনীতিতে এসেছি। তিনি যে দায়িত্ব দিবেন তা মাথা পেতে নেব"।
প্রসঙ্গত নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি দুই লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন সাত হাজার ৮৮৩ ভোট।
আআ/এসি
আরও পড়ুন