নতুন ভিআর হেডসেট চালু করতে যাচ্ছে স্যামসাং
প্রকাশিত : ১২:১১, ৩০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০১৭
মাইক্রোসফটের ‘হলোলেন্স’ প্রজেক্টের ধারাবাহিকতায় ক্রিয়েটরস আপডেটের সঙ্গে উইন্ডোজ ১০ এ যুক্ত হয়েছে উইন্ডোজ মিক্সড রিয়েলিটি প্ল্যাটফর্ম । আর এ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা অগমেন্টেড রিয়েলিটি গেইম খেলতে পারবেন।
তবে গেইমের পাশাপাশি গাড়ি ডিজাইনেও এটি ব্যবহার হচ্ছে। এই অ্যাপ গুলো ব্যবহার করার জন্য স্যামসাং তৈরি করছে একটি নতুন ভিআর হেডসেট। যার সঙ্গে রয়েছে একেজি ব্র্যান্ডের হেডফোন।
তবে আলাদা কন্ট্রোলারের বদলে সঙ্গে থাকছে মাইক্রোসফট মোশন কন্ট্রোলার।তবে স্যামসাংয়ের ডিভাইসটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে আগামী ৩ অক্টোবরে এটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় এটির অন্যান্য স্পেসিফিকেশন বা মূল্য এখনো জানা যায়নি। সূত্র:ভেরাইটি মিডিয়া
এম/টিকে
আরও পড়ুন