নতুন মডেলের গেমিং কেসিং আনল গ্লোবাল ব্র্যান্ড
প্রকাশিত : ০০:২৯, ১১ ফেব্রুয়ারি ২০১৮
কম্পিউটারে যারা গেমস খেলতে পছন্দ করেন তাদের জন্য সুখবর। ব্যবহারকারীকে কম্পিউটার গেমসের স্বাদ বাড়িতে দিতে গোল্ডেন ফিল্ড এর নতুন মডেলের গেমিং কেসিং আনল গ্লোবাল ব্র্যান্ড।
৫৩০০ মডেলের এই অ্যালুমিনিয়াম গেমিং কেসটিতে আছে ১৪০ এমএম/৩৬০ এমএম ওয়াটার কুলিং সিস্টেম। যার কারণে অনেকক্ষণ উচ্চ কনফিগারেশনের গেমস খেললেও গরম হবে কেসিংটি। এতে রয়েছে ১টি ইউএসবি ৩.০ পোর্ট, ২টি ইউএসবি ২.০ পোর্ট, ৪ মিলিমিটার ডাবল সাইড উইন্ডোস টেম্পার্ড গ্লাস এবং ২ মিলিমিটার অ্যারোমেটাল প্যানেল।
এছাড়াও এতে আছে ফুল টাওয়ার সাপোর্টেড এটিএক্স এম-এটিএক্স আইটিএক্স মাদারবোর্ড, সর্বোচ্চ ৩৬০ এমএম গ্রাফিক্স কার্ড, ১৮০এমএম হাই সাপোর্ট সিপিইউ কুলার। এতে ৩ দশমিক ৫ ইঞ্চির দুইটি হার্ডডিস্ক এবং ২ দশমিক ৫ ইঞ্চির দুইটি এসএসডি হার্ডডিস্ক বসানোর সুবিধা রয়েছে।
১৮ হাজার টাকা মূল্যমানের এই কেসিংটিতে ওয়াটার কুলার ছাড়াও ৪০০ এমএম পর্যন্ত গ্রাফিক্স কার্ড স্থাপনের সুযোগ রয়েছে। (সংবাদ বিজ্ঞপ্তি)
//এস এইচ এস//টিকে
আরও পড়ুন