ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

নতুন মামলায় হাজী সেলিমসহ তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ৭ অক্টোবর ২০২৪

রাজধানীর চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমসহ তিনজনকে নতুন করে গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ অক্টোবর) চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট মাহবুব রহমান এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আজ সকালে চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে আনা হয় তাদের। পরে আদালতে তাদের শুনানি হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ তাদের জামিন আবেদন করেন। শুনানি শেষে আসামিদের জামিন না মঞ্জুর করে মেট্রোপলিটন মেজিস্ট্রেট মাহবুব রহমানের আদালতে তাদের নতুন করে এ মামলায় গ্রেফতারের আদেশ দেন।

এ মামলায় অন্য দুই আসামি হলেন ঢাকা উত্তরের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

লালবাগ থানার একটি মামলায় রাজধানীর বংশাল থেকে তাকে গত ১ সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর ৪ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এ সংসদ সদস্য। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত হন রাকিব হাওলাদার। এরপর তার বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি