ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন রাজনৈতিক দল নিয়ে কোনো আলোচনা হয়নি: জাতীয় নাগরিক কমিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ২১ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

নতুন রাজনৈতিক দল ‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি। সেই সঙ্গে ভুল তথ্যে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।

এতে বলা হয়েছে, আমরা দেখেছি- বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’। এটি জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আমরা নিশ্চিত করতে চাই, এ ধরনের কোনো নাম নিয়ে আলোচনা কিংবা সিদ্ধান্ত আমাদের মাঝে হয়নি। সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি