ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

(ভিডিও দেখুন)

নতুন রূপে সাজানো হচ্ছে শেরপুরের অবকাশ পর্যটন কেন্দ্র

প্রকাশিত : ১৩:৩৯, ৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

পর্যটনের আনন্দে, তুলসিমালার সুগন্ধে- এই শ্লোগানে শেরপুরের ব্র্যান্ডিং করছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় নতুন রূপে সাজানো হচ্ছে জেলার অবকাশ পর্যটন কেন্দ্রকে।

শেরপুরের ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নে গড়ে তোলা হয়েছে অবকাশ পর্যটন কেন্দ্র। প্রকৃতির রূপ সৌন্দর্যে ভরা এই পর্যটন কেন্দ্রকে এখন ঢেলে সাজানো হচ্ছে।

এরই মধ্যে ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে লেক কাজ শেষ হলে এই লেকে ভাসবে ময়ূরপঙ্খ নৌকা ও পেডেল বোট। এখানে আছে মিনি চিড়িয়াখান। আছে বেশকিছু প্রাণীর ভাস্কর্য।

এই পর্যটন কেন্দ্র ঘিরে উঁকি দিচ্ছে বানিজ্য সম্ভাবনা লেকটির কাজ শেষ হলে সৌন্দর্য বর্ধনের নতুন প্রকল্প শুরু হবে বলে জানালেন জেলা প্রশাসক।

স্থানীয় লোকজনের আশা, এই পর্যটন কেন্দ্র জেলার পরিচিতি বাড়াবে।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি