ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নতুন রেকর্ড গড়লেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ২৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৯:৫১, ২৮ আগস্ট ২০১৭

নতুন নতুন রেকর্ড গড়েই চলছেন সাকিব আল হাসান। ইনিংসের ৭৫তম ওভারে সাকিবের স্পিন ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ফরোয়ার্ড শর্ট লেগে ইমরুল কায়েসের হাতে ক্যাচ তুলে দিলেন জস হ্যজলউড। সঙ্গে সঙ্গেই দুই হাত উুঁচু করে দাঁড়ালেন সাকিব। সতীর্থরা এসে তাকে জড়িয়ে ধরলেন। অস্ট্রেলিয়াকে অলআউট করার পাশাপাশি আরও একটি বিরল রেকর্ডের মালিক তিনি।

বিশ্বের ১০ দল টেস্ট খেলছে ২০০০ সাল থেকে। টেস্ট খেলুড়ে বাকি ৯টি দেশের বিপক্ষে ইতিহাসের চতুর্থ বোলার হিসেবে এক ইনিংসে ৫টি কিংবা তার বেশি উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি যোগ দিলেন দুই লঙ্কান মুত্তিয়া মুরালিধরন, রঙ্গনা হেরাথ এবং দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইনের সঙ্গে।

জশ হ্যাজলউডের ব্যাটে বলটা লাগতেই সে মুহূর্তটা এল। ইমরুল কায়েস আর কোনো ভুল করলেন না, বলটা মুঠোয় পুরে নিলেন। ব্যস, পাঁচ উইকেট পেয়ে গেলেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে ১৬তম বারের মতো।


সাকিব সবচেয়ে বেশি ৩ বার পাঁচ উইকেট পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে এ কীর্তি তাঁর দুবা করে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি