ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নতুন লক্ষ্য নির্ধারণ, ৫৪ বলে করতে হবে ৮৫ রান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ২ নভেম্বর ২০২২

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে রাহুল-কোহলির জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৮৫ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। জবাবে মাত্র ২১ বলে ঝড়ো ফিফটি হাঁকিয়ে দলকে দাপুটে সূচনাই এনে দিলেন লিটন দাস।

ভারতের বিপক্ষে জবাবটা ঠিক যেমন হওয়া দরকার ছিল, শান্তকে সঙ্গী করে এদিন অ্যাডিলেডে ঠিক তেমনটাই দিচ্ছেন ওপেনিংয়ে নামা লিটন দাস। তিনটি ছক্কা ও ৭টি চার হাঁকিয়ে মাত্র ২১ বলেই তুলে নিলেন ক্যারিয়ারের অষ্টম ফিফটি। 

অন্যপ্রান্তে ১৬ বলে ৭ রান নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন বাঁহাতি নাজমুল হোসাইন শান্ত। যার ফলে পাওয়ার প্লে-র ৬ ওভারেই ৬০ রান তুলে ফেলে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলার আবারও শুরু হয়েছে। জয়ের জন্য টাইগারদের নতুন লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ১৬ ওভারে ১৫১ রান। অর্থাৎ বাকি ৯ ওভারে ৮৫ রান করতে হবে লিটনদের।

তার আগে হওয়া ৭ ওভারে টাইগারদের স্কোর বিনা উইকেটে ৬৬ রান। লিটন ৫৯ রানে এবং শান্ত ৭ রানে ক্রিজে আছেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি