ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

নতুন সঞ্চালন লাইনের কাজ শুরু করা হবে ঢাকা শহরে, বিদ্যুৎ দেয়া সম্ভব কমদানে

প্রকাশিত : ১৭:০৯, ২১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:০৯, ২১ অক্টোবর ২০১৬

আগামী ছয় মাসের মধ্যে ঢাকা শহরের মধ্যে নতুন সঞ্চালন লাইনের কাজ শুরু করা হবে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এছাড়া প্রধান মন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, জ্বালানী খাতে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কমদানে সাধারণ মানুষকে বিদ্যুৎ দেয়া সম্ভব। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট ফর পলিসি, এডভোকেসি এন্ড গর্ভানেন্স এবং এশীয় উন্নয়ন ব্যাংক ইনস্টিটিউটের যৌথ আয়োজনে দক্ষিণ এশিয়া বিদ্যুৎ ও জ্বালানী খাতে জন্য ২ দিন ব্যাপী কর্মশালায় তারা এ কথা বলেন। এসময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী  আরো বলেন,ভূটানে বিনিয়োগ করে আমরা অল্প সময়ে বিদ্যুৎ আনতে পারি। বাংলাদেশ,ভূটান নেপাল ও ভারতের মধ্যে আঞ্চলিক সহযোগিতা তৈরি হলে বিদ্যুত খাতে বড় দেশে তুলনায় ছোট দেশ বেশি উপকৃত হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা। বিদ্যুত খাতে বেসরকারী বিনিযোগও বড় ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি