ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

নদী ভাঙ্গনের তীব্রতা অতীত সরকারের চেয়ে হ্রাস পেয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩১, ৪ আগস্ট ২০১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদী ভাঙ্গন রোধ করে মানুষের কল্যাণে তা শাসন করতে কাজ করছে সরকার। ইতমধ্যেই নদী ভাঙ্গনের তীব্রতা অতীত সরকারের চেয়ে অনেকটাই হ্রাস পেয়েছে। নদীতে ড্রেজিং ও পরিকল্পিত বাধ দেবার কারণে মানুষ অনেকটা ঝুঁকিমুক্ত। আর যেখানে ক্ষতিগস্ত হচ্ছে সেখানেও পর্যায়ক্রমে পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। 

তিনি রোববার দুপুরে সিরাজগঞ্জ শহর রক্ষা (হার্ড পয়েন্ট), ক্রসবাধ-৩ প্রকল্প কালে এসব কথা বলেন। তিনি বলেন, এই প্রকল্প বস্তবায়িত হলে যমুনার ভাঙ্গন থেকে সিরাজগঞ্জ জেলাসহ চৌহালী উপজেলা ও টাঙ্গাইলের নদী ভাঙ্গন রোধ হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী মহাপরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমান, অতিরিক্ত সচিব মাহমুদুল হাসান, উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী, তত্বাবধায়ক প্রকৌশলী তারিক আব্দুল্লাহ আল ফায়াজ, নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ। 
কেআই/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি