ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নদীর সীমানা নির্ধারণ ও দখলমুক্ত নদীর দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন

প্রকাশিত : ১৫:১২, ১৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:১২, ১৩ মার্চ ২০১৬

আদালতের রায়ের ভিত্তিতে সকল নদীর সীমানা নির্ধারণ, নির্মোহভাবে দখলদার উৎখাত ও দখলমুক্ত নদীর দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন। আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায় । সংগঠনের নেতারা বলেন, নদী রক্ষায় প্রশাসনিক শক্তি প্রয়েঅগ করে শিল্পকারখানার বর্জ্য পরিশোধনের প্ল্যান্ট সংযোজন বাধ্যতামূলক করা উচিত। একই সঙ্গে নৌযানে সোলার বা গ্যাস ব্যবহারেরও পরামর্শ দেন তারা। জাতিসংঘ প্রনীত পানি প্রবাহ আইন ১৯৯৭ অনুযায়ী নদীরক্ষার পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানায সংগঠনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি