ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নববর্ষের আগেই জীবনের ৫৫ মিনিট হারিয়ে স্তম্ভিত স্মিথ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ৩১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২০:৫৮, ৩১ ডিসেম্বর ২০২১

স্টিভেন স্মিথ

স্টিভেন স্মিথ

মেলবোর্নের একটি হোটেলের লিফটে আটকা পড়েছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক স্টিভেন স্মিথ। এমনকি তাঁকে সেখানে ৫৫ মিনিট আটকে থাকতে হয়েছে।

যে লিফট থেকে স্মিথকে বের করার চেষ্টা করেন অজি দলের মিডল-অর্ডার ব্যাটার মার্নাস লাবুশানে। যদিও লিফটের দরজা সামান্য পারলেও পুরোপুরি খুলতে পারেননি লাবুশেন। তবে যতটুকু খুলতে পেরেছিলেন, ওই ফাঁক দিয়েই স্মিথকে চকলেটও দেন লাবুশানে।

দীর্ঘ প্রতীক্ষার পর লিফট অপারেটরা স্মিথকে উদ্ধার করেন। লিফট থেকে বেরিয়ে অবশ্য মুখে চওড়া হাসি দিয়ে স্মিথ বলেন,  ‘এমন সন্ধ্যা কল্পনায়ও ছিল না।’

লিফটে আটকে থাকার অভিজ্ঞতা ইনস্টাগ্রামে পোস্ট করে স্মিথ বলেন, ‘আমি আমার ফ্লোরেই ছিলাম। কিন্তু দরজা খুলছিল না। লিফটি নস্ট হয়ে গিয়েছিল, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। আমি দরজা খোলার অনেক চেষ্টা করেছি। আমি ভিতর থেকে খোলার চেষ্টা করছিলাম, অন্যদিকে মার্নাস (লাবুশানে) বাইরে থেকে এটি খোলার চেষ্টা করে। এতে অবশ্য খুব বেশি লাভ হয়নি। ৫৫ মিনিট পর নিরাপদে রুমে ফিরতে পারি। এটা অবশ্যই একটি অভিজ্ঞতা ছিল। এই ৫৫ মিনিট আমি সম্ভবত কখনই ফিরে পাব না।’

বিমর্ষ স্মিথ আরও বলেন, ‘সত্যি কথা বলতে, সন্ধ্যাটা যে রকম কাটানোর পরিকল্পনা করেছিলাম, একেবারেই তেমনটা হয়নি। ঠিক যে রকম সন্ধ্যা কাটানোর পরিকল্পনা করেছিলাম, একেবারেই সে রকম হয়নি।’

এদিকে, প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই চলতি অ্যাশেজ সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আগামী ৫ জানুয়ারি সিডনিতে সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকরা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি