ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নববর্ষের ভাষণে ঐক্যের আহ্বান পুতিনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ১ জানুয়ারি ২০২৪

পুতিন নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির। এই ভাষণে দেশের জনগণের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আমরা বার বার প্রমাণ করেছি, যেকোন সমস্যার এমনকী সবচেয়ে কঠিন সমস্যার সমাধান করতে পারি এবং আমরা কখনোই পিছপা হই না। কারণ, বিশ্বে এমন কোন শক্তি নেই যা আমাদেরকে বিভক্ত করতে পারে।’

পুতিন আরও বলেন, ‘বিশ্বে এমন কোন শক্তি নেই যা আমাদের পিতাদের স্মৃতি ও বিশ্বাসকে ভুলিয়ে রাখতে বা আমাদের বিকাশকে থামাতে পারে।’

পুতিন ভাষণে রুশ পরিবারের সকলের মঙ্গল কামনা করেন। তিনি বলেন, ‘আমরা এক দেশ এবং একটি বড় পরিবার।’

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা পিতৃভূমির দৃঢ় উন্নয়ন ও আমাদের দেশের নাগরিকদের মঙ্গল নিশ্চিত করবো এবং আমরা আরও শক্তিশালী হবো।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি