ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নবম ও দশম শ্রেণীর ১২টি পাঠ্যবই পরিমার্জন করা হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ২৭ এপ্রিল ২০১৭ | আপডেট: ২১:২০, ২৭ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

যুগের সাথে তাল মিলিয়ে নবম ও দশম শ্রেণীর ১২টি পাঠ্যবই পরিমার্জন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগামী বছরই তা শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে বলেও জানান তিনি।
সচিবালয়ে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ’কথা বলেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী আরো বলেন, প্রাথমিক পর্যায়েও শিক্ষার্থীদের বইয়ের বোঝা কমিয়ে আরো সহজ ও উন্নয়নের কাজ চলছে। এছাড়া, প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষক এবং অভিভাবকদের নিয়ে একযোগে কাজ করার কথাও জানান শিক্ষামন্ত্রী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি