ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সুমন, সম্পাদক সোহেল

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ৪ মে ২০২৪

ঢাকার নবাবগঞ্জ প্রেসক্লাবের ২০২৪-২৭ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার ( ৪ এপ্রিল) প্রেসক্লাব সভাকক্ষে ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

এতে দৈনিক যুগান্তর ও মোহনা টিভি দোহার নবাবগঞ্জ প্রতিনিধি খালিদ হোসেন সুমন সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি কাজী সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া আজহারুল হক সিনিয়র সহ সভাপতি, ইত্তেফাকের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি শাহীনুর রহমান সহ-সভাপতি, বিডিনিউজ ২৪.কমের ঢাকা দক্ষিণ প্রতিনিধি আসাদুজ্জামান সুমন যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক খোলা কাগজের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ফজলুর রহমান দপ্তর সম্পাদক ও দৈনিক মানবজমিনের নবাবগঞ্জ প্রতিনিধি ইমরান হোসেন সুজন অর্থ সম্পাদক নির্বাচিত নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী পরিষদ সদস্য পদে সমকালের নবাবগঞ্জ প্রতিনিধি ইব্রাহিম খলিল, আমার সংবাদের নবাবগঞ্জ প্রতিনিধি সাদের হোসেন বুলু ও সময়ের আলোর দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি বিপ্লব ঘোষ নির্বাচিত হয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন যমুনা টিভির দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলাম, বাংলানিউজের ঢাকা দক্ষিণ প্রতিনিধি সালাউদ্দিন বাচ্চু ও ৭১ ঢাকা দক্ষিণ প্রতিনিধি  টিভির ফারুক আহমেদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি