ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০১৮

দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ের এই খেলায় ২-১ গোলে দাউদপুর ইউনিয়নকে হারিয়ে ভাদুরিয়া ইউনিয়ন জয়লাভ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. পারুল বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, সহকারি শিক্ষা কর্মকর্তা শরীফ হোসেন, অহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক শাহ আলমগীর, ভাদুরিয়া ইউপি চেয়ারম্যান আসমান জামিল, দাউদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল আজীম, বিনোদনগর ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, পুটিমারা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত সামছুল আলম, নবাবগঞ্জ ক্লাব ও লাইব্রেরীর সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার, নবাবগঞ্জ ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক ইউনুছ আলী, সরকারি হাইস্কুলের শরীরচর্চা শিক্ষক আব্দুল মোন্নাফ, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মিলন প্রমুখ।

এসআর/এমজে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি