ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

নবাবগঞ্জে বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৮:৪০, ৬ আগস্ট ২০১৯

ঢাকার নবাবগঞ্জে নুরুল হক (৭৫) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করেছেন তার স্ত্রী রাজিয়া বেগম। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে নিহতের ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। লাশের গলায় দাগ ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মেজো ছেলে সিরাজ, ছোট মেয়ের জামাই রওশন ও নাতি ইব্রাহীমকে আটক করেছে পুলিশ। নিহত নুরুল হক শিকারীপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত সুখাই বাবুর্চির ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বড় মেয়ে নুরজাহানের বাড়িতে বেড়াতে যান নুরুল হকের স্ত্রী রাজিয়া বেগম। ঘরে বৃদ্ধ নুরুল হক একাই ছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে বড় ছেলে সামছুল বৃদ্ধ বাবাকে নাস্তা করিয়ে অটো চালাতে যান। সকাল সাড়ে ৯টার দিকে নিহতের আরেক ছেলে সিরাজের মেয়ে দাদাকে দেখতে যায়। 

এসময় সে নুরুল হককে খাটের নিচে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করলে বাড়ির সবাই এগিয়ে আসে। পরিবারের লোকজন নুরুল হককে মৃত অবস্থায় পায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের স্ত্রী রাজিয়া বেগম অভিযোগ করে জানান, তাদের ৩ ছেলে ২ মেয়ে। তার ১০ পাকির বেশি জমি আছে। সম্প্রতি মেজো ছেলে সিরাজ, ছেলের বউ আক্তারী বেগম ও নাতি ইব্রাহীম সম্পত্তি লিখে দিতে চাপ দিয়ে আসছিল। ছেলের বউ আক্তারী ও নাতি ইব্রাহীমই তার স্বামীকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। তবে আক্তারী বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, আমার শাশুড়ি আমাদের ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করছেন।
 
নবাবগঞ্জ থানার পরিদর্শক মো. নাসির উদ্দিন জানান, লাশের গলায় লম্বা কালো দাগ ছিল। ধারণা করা হচ্ছে বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি। 
আই/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি