ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নবীনদের পদচারণায় মুখরিত রাবিপ্রবি

রাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ২২:১২, ২২ মার্চ ২০২২

গুচ্ছ পরীক্ষার দীর্ঘসূত্রতা কাটিয়ে নবীনদের পদচারণায় মুখরিত হয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মোট পাঁচটি বিভাগের ভর্তি প্রক্রিয়া শেষে আজ ২২ শে মার্চ ২০২০-২০২১ ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস আজ অনুষ্ঠিত হয়েছে।

সকালে একাডেমিক ভবনে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

সকাল থেকে নবীনদের পদচারণায় মুখরিত ক্যাম্পাসের আনাচে কানাচে জুড়ে ছিলো প্রবীনদের ব্যস্ততা। করোনা পরিস্থিতির পরে সব বিভাগের শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতি রীতিমতো উচ্ছ্বাসে রূপ নিয়েছিলো নবীন বরণ অনুষ্ঠান।

বিভাগীয় প্রধানদেন সমন্বয়ে প্রত্যেক বিভাগ নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা সহ প্রত্যেক বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রো-ভিসি ও রেজিষ্ট্রার সকল শিক্ষার্থীদের স্বাগত জানান।

নবীন বরণের এই দিনে সেচ্ছাসেবক সংগঠন বাধঁন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করার কর্মসূচি পালন করে। আগামীকাল থেকে সকল নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি