ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে কর্মচারীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ২২ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৬:১১, ২২ সেপ্টেম্বর ২০২৪

চলতি বছর ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আগামী বছর থেকে প্রতিবছরের সম্পদের হিসাব ৩১ ডিসেম্বরের মধ্যে দিতে হবে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান বিষয়ে করা এক সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

সিনিয়র সচিব বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে। তবে চলতি বছর সম্পদের হিসাব জমা দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।

তিনি বলেন, সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ হিসাব জমা দিতে হবে। ভুল তথ্য থাকলে ১৯৭৯ বিধিমালা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য এটি প্রযোজ্য হবে। 

পরে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়-সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ (৩০/১২/২০০২ তারিখের সংশোধনীসহ)-এর বিধি-১৩ অনুযায়ী সব সরকারি কর্মচারীর জন্য সম্পদ-বিবরণী দাখিল করা আবশ্যক।

এই সিদ্ধান্তের মাধ্যমে ১৫ লাখ সরকারি কর্মচারীকে সম্পদের হিসাবের মধ্যে আনা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি