ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নভ্যার পার্টির ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৮, ১৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:২৭, ১৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউড মানেই গ্লামারের ছড়াছড়ি। সেখানকার তারকাদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও জনপ্রিয়তার তুঙ্গে। আর স্টারকিডদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনারতো শেষ নেই। অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দাও রয়েছেন সেই তালিকায়। জন্ম থেকে স্পটলাইটের আলোয় রয়েছেন তিনি। প্রায়ই তার প্রকাশিত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সম্প্রতি একটি পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে নভ্যার।

ছবিতে দেখা যায়, নভ্যা বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে অংশগ্রহণ করেন। সেই ছবিগুলো নিয়ে বেশ তোলপাড়ও শুরু হয়েছে।

এদিকে লাইমলাইটে থাকার মতো সব কাজই করেন নভ্যা। যদিও তা ইচ্ছে করে করেন কিনা জানা নেই। তবে পাপারাজ্জিদের পছন্দের তালিকায় শীর্ষ স্থানেই রয়েছেন অমিতাভের মেয়ে শ্বেতার কন্যা নভ্যা। কখনও বন্ধুদের সঙ্গে সেলফি, তো কখনও বিচে বিকিনি শুট। নভ্যা কিন্তু এক কথায় নেটিজেনদের ‘হার্টথ্রব’। কয়েকদিন আগে থাইল্যান্ডে বন্ধুদের সঙ্গে পার্টির এই ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে। ছবিই যেন প্রমাণ করছে ফ্যাশান স্টেটমেন্টে অমিতাভ-অভিষেক-ঐশ্বরিয়াদেরও টপকে যাওয়ার ক্ষমতা রাখে এই মেয়ে।

সূত্র : আনন্দবাজার

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি