নমিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নান্দি
প্রকাশিত : ১৪:৩৬, ৪ ডিসেম্বর ২০২৪
নামিবিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল এসডব্লিউএপিওর সদস্য নেতুম্বো নান্দি নাদাইতওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়।
বিবিসি লিখেছে দেশটির নির্বাচন কমিশন এই ফল প্রকাশ করেছে। নাদাইতওয়া দায়িত্ব নিলে তিনি হবেন নমিবিয়ার প্রথম কোনো নারী প্রেসিডেন্ট।
৭২ বছর বয়সী নাদাইতওয়া বর্তমানে নাবিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেশটির নির্বাচন কমিশন বলছে, প্রেসিডেন্ট নির্বাচনে নান্দি ৫৭ শতাংশের মত ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান্দুলেনি ইতুলা পেয়েছেন ৩৬ শতাংশ ভোট। ইতুলা ইনডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ (আইপিসি) দলের একজন নেতা।
নমিবিয়ায় প্রেসিডেন্ট হতে হলে প্রার্থীকে সর্বোচ্চ ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়।
ফল পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাদাইতওয়া বলেছেন, তার দেশের জনগণ শান্তি স্থিতিশীলতার প্রত্যাশায় তাকে নির্বাচিত করেছে। নাদাইতওয়ার দল এসডব্লিউএপিও ১৯৯০ সাল থেকে ক্ষমতায় আছে।
তবে দেশটির বেশিরভাগ দলই এই ফল প্রত্যাখান করেছে। বিরোধী দল আইপিসি নির্বাচনি প্রক্রিয়াকে ‘ত্রুটিপূর্ণ’ বর্ণনা করে ফল চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হবে বলে জানিয়েছে।
নমিবিয়ার এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২৭ নভেম্বর। ভোটের সময় নানা ধরনের কারিগরি ক্রুটি ও ব্যালট পেপারের ঘাটতি দেখা গিয়েছিল। ফল কিছু কিছু জায়গায় ভোটগ্রহণের সময়ও বাড়ানো হয়েছিল।
এমবি
আরও পড়ুন