ঢাকা, শনিবার   ০৯ নভেম্বর ২০২৪

নরসিংদীতে অটোরিক্সা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৯, ১৫ জুলাই ২০২৪ | আপডেট: ০৯:৫১, ১৫ জুলাই ২০২৪

নরসিংদীর পাঁচদোনায় কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল সিএনজি চালিত অটোরিক্সার দুই যাত্রীন। এসময় সিএনজির আরও চার যাত্রী আহত হন।

রোববার (১৪ জুলাই) বিকালে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী সড়কের নগর পাঁচদোনা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন শিবপুর উপজেলার ইটাখোলা মুনসেফের চর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এনামুল হক (৬০) এবং টাঙ্গাইলের আবুল কালামের ছেলে জারিফ (০৪)।

নিহত এনামুল হকের এক স্বজন জানান, বিকালে ইটাখোলা থেকে টাঙ্গাইলে তার ছেলের মাদ্রাসায় যাচ্ছিলেন তিনি। এসময় সিএনজি চালিত অটোরিক্সাটি সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নগরপাঁচদোনায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই শিশু জারিফসহ এনামুল হকের মৃত্যু হয়। আহত হয় সিএনজিতে থাকা আরও চার যাত্রী। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি