ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

নরসিংদীতে এনআরবিসি ব্যাংকের এজেন্ট পয়েন্ট পরিদর্শনে ডাচ রানী

প্রকাশিত : ২০:১৯, ১১ জুলাই ২০১৯

নরসিংদীর পলাশে জিনারদী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং পয়েন্ট পরিদর্শন করেছেন সফররত নেদারল্যান্ডের (ডাচ) রানী ম্যাক্সিমা জোরিগুইয়েতা।

বুধবার (১০ জুলাই) জিনারদী ইউনিয়ন পরিষদের এটুআই প্রকল্পের আওতাধীন এই ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন তিনি।

এসময় ডাচ রানীকে এনআরবিসি ব্যাংকের এজেন্ট পয়েন্টের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হলে এনআরবিসি ব্যাংকের সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় করেন রানী ম্যাক্সিমা। এসময় তিনি তৃণমূল পর্যায়ে এ ধরণের ব্যাংকিং কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

রানীর সফরকালে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাইনাইন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) রুমানা ইয়াসমিন, এটুআই প্রকল্পের উর্দ্ধতন কর্মকর্তাগণ এবং এনআরবিসি এজেন্ট ব্যাংকিং পয়েন্টের এজেন্ট কামাল হোসেন।

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক ইউনিয়ন ডিজিটাল সেন্টারের এজেন্ট পয়েন্ট থেকে সরকারের সেফটি নেট কার্যক্রমের আওয়াতায় বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা প্রদান করে থাকে।

এনএস/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি