নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পুলিশসহ আহত ৫
প্রকাশিত : ১৫:৫৬, ১৯ জুন ২০২৪
নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ গুলিবিদ্ধ হয়ে ৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৯ জুন) সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের অলিপুরে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন সদর মডেল থানায় কর্মরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) জয় বণিক (৩১), সাইফুল ইসলাম (১৯), দাউদ মনা (৪১) এবং ফারুক আহমেদ (৪৫) এবং ফারুক মিয়া (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই অলিপুর অঞ্চলের ইসমাইল কোম্পানী এবং শাহজাহান মনা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার রাত থেকেই আধিপত্যের জের বাড়তে থাকলে সকাল থেকেই তা সংঘর্ষে রূপ নেয়। বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় সংঘর্ষে জড়ালে দুই গ্রুপের মধ্যে গুলি বর্ষণের ঘটনা ঘটে।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত পুলিশের এক এএসআইসহ দুই গ্রুপের আরও চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
তবে গুলিবিদ্ধরা গ্রেপ্তারি ঝামেলা এড়াতে প্রাথমিক চিকিৎসা নিয়েই হাসপাতাল ত্যাগ করেন।
এএইচ
আরও পড়ুন