ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

না জিতেও নকআউটে যেতে পারে আর্জেন্টিনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ৩০ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

গ্রুপ সি’তে বুধবার দিবাগত রাতের ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা। অপর ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে সৌদি আরব। আসুন দেখে নেয়া যাক, কোন সমীকরণে পরবর্তী রাউন্ডে যেতে পারে কোন দুটি দল?

আজ গভীর রাতে অনুষ্ঠিত হবে চলতি বিশ্বকাপের সি-গ্রুপের শেষ রাউন্ডের খেলা। একই সময় দুটি খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১টায় পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অপর ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে সৌদি আরব। 

এমনই আবহে একনজরে দেখে নিন এই গ্রুপের কোয়ালিফিকেশনের অঙ্ক।

বর্তমানে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পোল্যান্ড। তবে আর্জেন্টিনার কাছে হেরে গেলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে তারা। তবে সৌদি আরবের সঙ্গে যদি মেক্সিকোর ম্যাচটি ড্র হয়, তাহলে আর্জেন্টিনার সঙ্গে যদি ২ গোলের ব্যবধানেও পোল্যান্ড ম্যাচটি হারে, তাহলেও তারা পরবর্তী রাউন্ডে যাবে।

অন্যদিকে, আর্জেন্টিনাকে হারাতে পারলে সরাসরি পরবর্তী রাউন্ডে যাবে পোল্যান্ড। বিপরীতে আর্জেন্টিনা জিতলে গ্রুপ শীর্ষে থেকে প্রি-কোয়ার্টারের টিকিট পাবেন মেসিরা। তবে হেরে গেলে বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে বর্তমানে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা।

আর যদি পোল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচটি ড্র হয় এবং মেক্সিকো যদি সৌদিকে হারিয়ে দেয়, তাহলে গোল ব্যবধানের ওপর নির্ভর করবে আর্জেন্টিনার শেষ ১৬-র টিকিট পাওয়া-না পাওয়া। 

অন্যদিকে সৌদি জিতে গেলে ছিটকে যাবেন মেসিরা। সেক্ষেত্রে ৬ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডের টিকিট পাকা হবে সৌদির।

আর যদি সৌদির ম্যাচটি ড্র হয় এবং আর্জেন্টিনা হেরে যায়, তাহলেও দ্বিতীয় রাউন্ডে চলে যাবে সৌদি। তবে সৌদি এবং আর্জেন্টিনা দুই দলই যদি ড্র করে, তাহলে গোল ব্যবধানে পরবর্তী রাউন্ডে যাবে আর্জেন্টিনা, ছিটকে যাবে সৌদি।

তবে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থাকা মেক্সিকো যদি শেষ ম্যাচ জিতে যায় এবং পোল্যান্ডের কাছে মেসিরা হেরে যায়, শুধুমাত্র তাহলেই পরবর্তী রাউন্ডে যেতে পারবেন ওচোয়ারা। ড্র করলে শুধুমাত্র সৌদির যাত্রাভঙ্গ করতে পারবে মেক্সিকো।

এনএস/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি