ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

নাইক্ষ্যংছড়ির শিক্ষা ব্যবস্থায় উন্নয়নের ছোঁয়া

প্রকাশিত : ১৪:৩৩, ১৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৩৩, ১৬ আগস্ট ২০১৬

পাহাড়ী জনপদ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির শিক্ষা ব্যবস্থায় লেগেছে উন্নয়নের ছোঁয়া। সরকার তথ্য-প্রযুক্তি খাতসহ নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করায় লেখাপড়ায় এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। আর সম্প্রতি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপিত হওয়ায় নতুন মাত্রা যোগ হয়েছে পার্বত্য এ অঞ্চলের শিক্ষা বিস্তারে। নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ী এলাকায় রয়েছে একটি কলেজ, ৪টি উচ্চ বিদ্যালয়, ৪টি মাদ্রাসাসহ সরকারি-বেসরকারি মিলে প্রাথমিক বিদ্যালয় ৫৫টি। সারাদেশে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় সম্প্রতি নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে ল্যাব হয়েছে। এখন ই-বুক থেকে দেশ-বিদেশের নানা বিষয়ে পড়ালেখার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। এছাড়া নাইক্ষ্যংছড়ির একমাত্র কলেজ হাজী এম এ কালাম ডিগ্রী কলেজটি সরকারিকরণ হওয়ায় উপকৃত হচ্ছে শিক্ষার্থীরা। উপজেলা প্রশাসন বলছে, শিক্ষার্থীদের মধ্যে তথ্য-প্রযুক্তি ব্যবহারের আগ্রহ বেড়েছে। শিক্ষা প্রতিষ্টানে নিয়মিত মাল্টিমিডিয়া প্রশিক্ষণের কথা জানান তারা। আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণের মধ্য দিয়ে পাহাড়ী জনপদের শিক্ষার্থীরাও এগিয়ে যাবে, এ প্রত্যাশাই এখানকার বাসিন্দাদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি