নাইজারের পিপাসায় শিশুসহ ৪৪ শরণার্থীর মৃত্যু
প্রকাশিত : ০৯:৪৫, ২ জুন ২০১৭ | আপডেট: ০৯:৫৪, ২ জুন ২০১৭
নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমিতে গাড়ি বিকল হয়ে পড়ায় পিপাসায় শিশুসহ ৪৪ শরণার্থীর মৃত্যু হয়েছে।
নাইজার থেকে তারা লিবিয়া যাওয়ার চেষ্টা করছিলো। সেখান থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি দেয়ার পরিকল্পনা করেছিলে শরণার্থীরা। বেঁচে যাওয়া ছয় নারীর কাছ থেকে এ তথ্য জানা গেছে। তারা হেঁটে দূরের একটি গ্রামে পৌঁছে সহযাত্রীদের মৃত্যুর খবর দেয়। রেডক্রসের এক কর্মী জানান, শরণার্থীরা ঘানা ও নাইজেরিয়ার নাগরিক। মরুভূমিতে তাদের বহন করা ট্রাকটি নষ্ট হয়ে পড়লে আটকা পড়ে তারা গেলো বছরের জুনে সাহারা মরুভূমি থেকে ২০ শিশুসহ ৩৪ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন