নাইজেরিয়াতে মসজিদে বোমা হামলা: নিহত ১১
প্রকাশিত : ১০:২৩, ৪ জানুয়ারি ২০১৮
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের শহর গামবোরোর একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১১ পুণ্যার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক ডজনেরওে বেশি। এছাড়া বোমা হামলাকারীও ঘটনায় নিহত হয়েছে। ক্যামেরুন সীমান্তের কাছে ওই মসজিদে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সদস্যরা এ হামলার সঙ্গে জড়িত।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, পুণ্যার্থীরা ফজরের নামাজ পড়ার জন্য আসছিল। এরপরই ওই হামলার ঘটনা ঘটে। আলী মোস্তফা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, আমি যখন নামাজে অংশগ্রহণ করার জন্য যাচ্ছিলাম, তখন মসজিদের ভেতরে বিকট শব্দের একটি বোমা ফুটতে দেখলাম।
এদিকে বোমা হামলায় মসজিদটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। বোমা হামলার পরপরই উদ্ধার কাজ শুরু করে স্থানীয়রা। এসময় হামলাকারীসহ ১২ জনকে মৃত উদ্ধার করে দেশটি। এখন পর্যন্ত কোন গোষ্ঠীই হামলার দায় স্বীকার করেনি। ২০০৯ সাল থেকে দেশটিতে বোকো হারামের সদস্যরা সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। এরপর থেকে দেশটিতে ২০ হাজার সাধারণ মানুষ নিহত হয়েছেন।
সূত্র: আল-জাজিরা
এমজে/
আরও পড়ুন