নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় ১৯ জন নিহত
প্রকাশিত : ১১:৪৬, ১৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:৩১, ১৩ জুলাই ২০১৭
নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটিতে সক্রিয় জঙ্গি সংগঠন বোকো হারামের হামলাকারী এই হামলা চালায় বলে জানিয়েছে দেশটির পুলিশ।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর মাইদুগুরিতে বেসামরিক আত্মরক্ষা ফোর্স সদস্যদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়।
বর্নো প্রদেশের পুলিশ কমিশনার দামিয়ান চুকু বলেন, এ ঘটনায় আহত হয়ে আরও অন্তত ২৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে বেসামরিক আত্মরক্ষা ফোর্সের রয়েছেন ১২ জন, বাকি সাতজন সাধারণ মানুষ। হামলাকারী চারজনের মধ্যে একজন নারী।
আরও পড়ুন