ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ১২ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ৪ এপ্রিল ২০২৩

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের পৃথক চারটি হামলায় অন্তত ১২ জন নিহত এবং বেশকিছু সংখ্যক লোক আহত কিংবা অপহৃত হয়েছে।

জনবহুল দেশটিতে এখন নিরাপত্তাই প্রধান উদ্বেগের বিষয়। নিবাচনে জয়ী হয়ে আগামী মাসে নাইজেরিয়ায় নতুন প্রেসিডেন্ট শপথ নিতে যাচ্ছেন। যদিও বিরোধীরা এ নির্বাচনকে বিতর্কিত হিসেবে উল্লেখ করেছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র সুলেইমান নাগুরোজে বলেছেন, উত্তর পূর্বাঞ্চলীয় আদামায়া রাজ্যের হং জেলার দাবনা গ্রামে সোমবার অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত হয়েছে। তারা ঘরবাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছে।

এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এ অঞ্চলে সাধারণত বোকো হারাম জিহাদী গ্রুপ মাঝে মাঝে হামলা চালিয়ে থাকে।

একইদিন মধ্যাঞ্চলীয় কোগি রাজ্যের দেকিনা জেলার ওগানেনিগুতে বন্দুকধারীদের হামলায় স্থানীয় এক রাজনীতিবিদ নিহত হয়েছেন।

এদিকে রোবরার বেনু রাজ্যের আকেনওয়ে তসওয়ারেভ গ্রামের এক চার্চে বন্দুকধারীরা হামলা চালিয়ে এক প্রার্থনাকারীকে হত্যা ও আরো তিনজনকে অপহরণ করে। এছাড়া আরো দ’ুজন মারাত্ম্কভাবে আহত হয়েছে।

মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে শনিবার বন্দুকধারীরা মাশেগু ও মুনিয়া জেলার কয়েকটি গ্রামে হামলা চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করে। এছাড়া আরো ২৬ জনকে তারা অপহরণ করে।

স্থানীয় একজন কর্মকর্তা এ  কথা জানিয়েছেন।

মাশেগু জেলার রাজনৈতিক প্রশাসক ওমর জিবরিন লিজ বলেছেন, গত দু’সপ্তাহের মধ্যে ওই এলাকার গ্রাম গুলোতে একের পর এক চালানো এটি ছিল সর্বশেষ হামলা।

ইতোমধ্যে অনেক বাসিন্দাই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে বলে তিনি জানান।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি মে মাসে ক্ষমতা ছাড়ছেন। তিনি তার উত্তরসূরি বোলা তিনুবু’র জন্যে জিহাদী বিদ্রোহের কারনে অস্থিরতা পূর্ণ এক দেশ রেখে যাচ্ছেন।

সূত্র: বাসস

এসবি/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি