ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৫০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ২৮ জুলাই ২০১৭ | আপডেট: ১১:৫২, ২৮ জুলাই ২০১৭

নাইজেরিয়ায় একটি তেল অনুসন্ধানকারী দলের ওপর স্বশস্ত্র সংগঠন বোকো হারামের হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার তেল অনুসন্ধান দলের ওপর এ হামলা চালায় ও পেতে থাকা বোকো হারামের সদস্যরা। খবর আলজাজিরার।

মাইডুগুরি বিশ্ববিদ্যালয়ের তেল অনুসন্ধানকারী দলটি যখন শহরে ফিরে আসছিল সে সময় হামলার ঘটনাটি ঘটে। যদিও এ সম্পর্কে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি। এতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

সেনাবাহিনীর সদস্যদের পাহাড়ায় কাজ করছিল অনুসন্ধানকারী দলটি। এমতাবস্থায় অতর্কিতে এ হামলা চালায় বোকো হারাম।

মাইডুগুরি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মূল অনুসন্ধানকারী দলের অন্তত ৫জন নিহত হয়েছেন এই হামলায়। যাদের মধ্যে ২জন বিশেষজ্ঞ এবং একজন গাড়ির চালক রয়েছে। বাকিরা সবাই সেনাসদস্য এবং স্বেচ্ছাসেবক।

দীর্ঘদিন ধরে নাইজেরিয়া সরকার এই নিষিদ্ধ ঘোষিত বোকো হারাম গোষ্ঠীর বিরুদ্ধে সেনা তৎপরতা চালিয়ে আসছে। ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় বর্নো প্রদেশকেন্দ্রিক গোষ্ঠী বোকো হারামের সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এর পর থেকে সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ২০ হাজার মানুষ। এ ছাড়া বাড়িছাড়া হয়েছে ২৬ লাখের বেশি মানুষ।

//আর//এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি