ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাক-মুখের ব্ল্যাকহেডস আর কালচে দাগ দূর করে আলু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ১৫ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

মুখের সৌন্দর্য ধরে রাখতে কে না চায়? তবে মুখের সৌন্দর্যের ক্ষেত্রে বড় সমস্যা হল ব্ল্যাকহেডস। আমাদের অনেকেরই নাকে ও মুখে ব্ল্যাকহেডস ওঠে। আর এই ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই! বিশেষ করে নারীদের। পার্লারে গিয়ে স্ক্র্যাবিং, ফেসিয়াল, ক্লিনিং— কত কী না করেন! তারপরেও সমস্যা থেকেই যায়। 

ব্ল্যাকহেডসের সমস্যা এবং মুখের কালো দাগ পুরোপুরি দূর করতে পারে আলু। অবাক হচ্ছেন! তবে জেনে নিন, ত্বকের পরিচর্যায় আলু অত্যন্ত কার্যকরী একটি উপাদান। বিশেষ করে ব্ল্যাকহেডস-এর সমস্যায় এটির কার্যকারিতা অবিশ্বাস্য! এবার জেনে নিন মুখের সৌন্দর্যে আলুর ব্যবহার...

* প্রথমে ১টি মাঝারি মাপের আলু নিন, এর সঙ্গে নিন ১ চামচ অ্যাপেল সাইডার ভিনেগার এবং পরিমাণ মতো পানি।

* আলু ভাল করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কাটুন।

* এবার আলুর টুকরোগুলোকে অ্যাপেল সাইডার ভিনেগারের সঙ্গে মিশিয়ে ভাল করে ব্লেন্ড করুন বা মিহি করে বেটে নিন।

* আলু আর অ্যাপেল সাইডার ভিনেগারের মিশ্রণটি সামান্য পানি দিয়ে পাতলা করে নিন।

* এবার এই মিশ্রণটি একটি আইস ট্রেতে ঢেলে ডিপ ফ্রিজে ৩-৪ ঘণ্টা রেখে দিন।

ব্যবহার পদ্ধতি:

* ক্লিনজার বা সামান্য উষ্ণ পানি দিয়ে মুখ ভাল করে পরিষ্কার করে নিন।

* এবার বরফ হয়ে যাওয়া আলু আর অ্যাপেল সাইডার ভিনেগারের মিশ্রণের টুকরো নিয়ে ত্বকের উপর বিশেষ করে ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে মালিশ করুন।

* দিনে ২-৩ বার এই পদ্ধতিতে আলু আর অ্যাপেল সাইডার ভিনেগারের মিশ্রণটি দিয়ে ত্বকের ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে মালিশ করতে পারলে সপ্তাহ দুয়েকের মধ্যেই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি