ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নাগরিক ঐক্যের আহ্বায়ককে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্টে রুল জারি

প্রকাশিত : ১৯:২৮, ২১ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:২৮, ২১ মার্চ ২০১৬

srtsদুই মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ মাহমুদুর রহমান মান্নার করা পৃথক আবেদনের শুনানি নিয়ে তিন সপ্তাহের এ রুল জারি করেন। ২০১৫ সালে মান্নার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির টেলিফোনালাপের দু’টি অডিও প্রকাশ হওয়ার পর নিখোঁজ হন তিনি। এর দু’দিন পর ২০১৫ সালের ২৫শে ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে মান্নাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। সেনা বিদ্রোহে উসকানি দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ওই বছর ২৪শে ফেব্রুয়ারি একটি মামলা হয় মান্নার বিরুদ্ধে। ২০১৫ সালের ৫ মার্চ রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি