ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নাগোরনো কারাবাখে যুদ্ধ বিরতিতে সম্মত দুইপক্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ২০ সেপ্টেম্বর ২০২৩

জাতিগত আর্মেনীয় বাহিনী জানিয়েছে, নাগোরনো-কারাবাখে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। 

আজারবাইজান বিতর্কিত ছিটমহলের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করার একদিন পর এবং পূর্ণ আত্মসমর্পণের দাবি জানানোর পর তারা যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রস্তাবে সম্মত হয়েছে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার স্থানীয় সময় দুপুর ১টা থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।

প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কার্যালয় বৃহস্পতিবার ইভলকা শহরে আজারবাইজানের সাথে ‘পুনঃসংহতকরণ’ বিষয়ে আর্মেনিয়ান বিচ্ছিন্নতাবাদীদের সাথে আলোচনার বিষয়টি পৃথকভাবে নিশ্চিত করেছে। 

এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বিরোধপূর্ণ নাগারনো-কারাবাখে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, সেখানকার সন্ত্রাসীরা যদি অস্ত্র ফেলে দেয় তাহলে সঙ্গে সঙ্গে অভিযান বন্ধ করে দেবেন তিনি।

সূত্র: আল জাজিরা

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি