ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নাজারের জন্য ইসরায়েলের মায়াকান্না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ৬ জুন ২০১৮

আহত ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা দিচ্ছিলেন তরুণী নার্স রাজান আল নাজার। শত শত আহত ফিলিস্তিনিকে চিকিৎসা সেবা দেওয়া অবস্থায় ইসরায়েলি বাহিনীর স্নাইপারের গোলায় প্রাণ হারায় নাজার। এ ঘটনায় যখন গোটা বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ উঠছে, তখন ইসরায়েল বলছে তারা নাজারকে হত্যা করতে চায়নি। এ ঘটনায় নাকি তদন্তও করবে।

দেশটি জানায়, ফিলিস্তিনি নার্স রাজান আল নাজারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করতে চায়নি। এদিকে শুক্রবার ফিলিস্তিনের গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, মেডিকেল টিমের সদস্য রাজান আল নাজারকে ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে গুলি করেছে। সে দক্ষিণ গাজা শহরের খান ইউনিসের কাছে আহতদের উদ্ধার করতে গিয়েছিল।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, ফিলিস্তিনি জঙ্গিরা সীমান্তে তার সৈন্যদের ওপর গোলা ও গ্রেনেড দিয়ে হামলা করেছে। ইসরাইলি সেনাবাহিনীর সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, `এই ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্তে পাওয়া যায় যে, একটি ছোট গুলি তার গায়ে লাগে। ইচ্ছাকৃতভাবে বা সরাসরি তার দিকে লক্ষ্য করে করা হয়নি। ইসরায়েল বলছে, অনেক হামাস সদস্য ও জঙ্গি সীমান্তে হামলার জন্য চেষ্টা করেছিল।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি