ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নাটকীয় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ৭ অক্টোবর ২০১৮

নিউক্যাসলের বিপক্ষে প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে থেকেও শেষ প্রর্যন্ত জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবারের ওই খেলায় দ্বিতীয়ার্ধে তিন গোল করার মাধ্যমে নিউক্যাসলের বিপক্ষে ৩-২ গোলে জয় পায় দলটি।

দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টারের হয়ে তিন গোল করেন খুয়ান মাতা, অ্যান্থনি মার্সিয়াল ও অ্যালেক্সিস স্যাঞ্চেসর।

তাদের এ গোলের বড় ধরণের লজ্জা থেকে বাঁচলেন হোসে মোরিনহো। কেননা তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল সংশয়। কেননা তার এর আগে টানা চার ম্যাচে হেরেছে তার দল।

শনিবার ম্যাচের সাত মিনিটের মধ্যেই চাপে পড়ে যায় ম্যান ইউনাইটেড। যখন নিউক্যাসলের লেফ্ট উইঙ্গারের শটে পরাস্ত হন দাভিদ দা হিয়া। তার তিন মিনিট পরেই ব্যবধান বাড়ান ইয়োশিনোরি মুতো। যা ম্যান ইউকে পিছিয়ে দেয় ০-২ গোলে।

দ্বিতীয়ার্ধর ৭০ মিনিটের মাথায়  ফ্রি-কিকে গোল পায় ম্যান ইউনাইটেড। গোলটি করেন খুয়ান মাতা। ম্যাচের ৭৬ মিনিটে মার্সিয়াল পায় আরেকটি গোল। পরে ৯০ মিনিটে অ্যালেক্সিস স্যাঞ্চেসর গোলে এগিয়ে যায় ম্যান ইউনাইটেড।

সূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি