ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

নাটোর ও সিরাজগঞ্জে একুশের ব্যতিক্রমি আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ২১ ফেব্রুয়ারি ২০২৩

নাটোর ও সিরাজগঞ্জে ব্যতিক্রমি আয়োজনে পালন করা হয়েছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশে ফেব্রুয়ারির সকালে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ‘পথ বই মেলার’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সকাল থেকে মেলা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন লেখক-পাঠকরা।

এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মেলার আনুষ্ঠানিকতা।

এদিকে সিরাজগঞ্জে কলাগাছ ও বাঁশের তৈরি শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করেন এনায়েতপুর একুশে ফোরামের সদস্যরা।

সকালে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিরাজগঞ্জ একুশে ফোরামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি