নাটোরে আদালতের নির্দেশে আদিবাসী উচ্ছেদ
প্রকাশিত : ১০:১৪, ৩ মে ২০১৭ | আপডেট: ১১:১০, ৩ মে ২০১৭
নাটোরের নলডাঙ্গায় আদালতের নির্দেশে দীর্ঘদিনের বসতভিটা থেকে ১৫ আদিবাসী পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ তাদের।
মঙ্গলবার দুপুরে উপজেলার মাধনগর কলেজ সংলগ্ন সরকারি জমিতে প্রায় ৫০ বছর ধরে বসবাস করা ওই পরিবারগুলোর বসতভিটা গুঁড়িয়ে দেয়া হয়। সেসময় বাধা দিতে গিয়ে নারীসহ কয়েকজন পুলিশের নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ আদিবাসীদের। সরকারি ওই জায়গার দাবিদার বজলুর রশীদ আদালত থেকে রায় পাওয়ায় পুলিশ তাদের উচ্ছেদ করে। উচ্ছেদ হওয়া ভূমিহীন পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে বাস করছে।
আরও পড়ুন