ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে কৃষকের ঘরে ঘরে নবান্নের ধুম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ১৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

হেমন্তে নতুন ধান কাটা শুরুর সঙ্গে সঙ্গে কৃষকের ঘরে ঘরে পড়ে নবান্নের ধুম। প্রতি বছরের মত এবারেও নাটোরের বিভিন্ন মাঠে শুরু হয়েছে ধান কাটা। নতুন ধান ঘরে তোলার পর নানা ধরণের পিঠা, পুলি, পায়েসসহ নানা মিষ্টান্ন তৈরির ধুম পড়ে। কৃষকের বাড়িতে এখন উৎসবের আমেজ। তবে আধুনিকতার ছোঁয়ায় কমেছে এই ঐতিহ্য।

নাটোরের কৃষকপাড়ার বাতাস এখন পিঠা-পুলির ঘ্রাণে সুবাসিত। প্রতিটি বাড়িতে দিনভর চলে পিঠা, পায়েস ও মিষ্টান্ন তৈরির আয়োজন। সন্ধ্যা নামতেই বাড়ির আঙ্গিনায় বসে পিঠা উৎসব।

হেমন্তের শুরুতে নতুন ধান ঘরে তোলার পর থেকেই নবান্নের আমেজ শুরু হয়ে যায় কৃষকদের বাড়িতে।

নবান্ন উপলক্ষ্যে বাড়িতে আসে আত্মীয়। সব মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ। প্রতি বছর তাই এই দিনটির অপেক্ষায় থাকেন কৃষক।

তবে নাগরিক ব্যস্ততা আর আধুনিকতার চাপে দিনে দিনে কমে যাচ্ছে ঐতিহ্যবাহী এই নবান্ন উৎসব উদযাপনের সংস্কৃতি- বলছেন বিশিষ্টজনেরা।

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালীর এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার আহ্বান জানালেন এই শিক্ষকরা। এজন্য সরকারের এগিয়ে আসা দরকার বলেও মনে করছেন তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি