নাটোরে ডুবে যাওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকের লাশ উদ্ধার
প্রকাশিত : ১১:১১, ২৯ জুলাই ২০১৯
নাটোরের হালতি বিলের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার সকালে নলডাঙ্গা উপজেলার মোষমারী রেল ব্রীজের নীচ থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে হালতি গ্রামের কয়েকজন নৌকাযোগে মাধনগর যাওয়ার সময় একটি মৃতদেহ ভাসতে দেখেন। মৃতদেহটি কোন মানুষের এমনটি নিশ্চিত হওয়ার পর তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। ঐ মৃতদেহটি গত শনিবার নিখোঁজ শিক্ষক মোখলেছুর রহমানের বলে নিশ্চিত করেছেন এ পুলিশ কর্মকর্তা।
মোখলেছুর রহমান রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক বলে জানা যায়।
উল্লেখ্য, গত শনিবার নলডাঙ্গার হালতি বিলে নৌকায় ভ্রমণের সময় এক শিক্ষিকা নৌকা থেকে পড়ে যান। তাকে খুঁজতে গিয়ে মোখলেছুর রহমান পানিতে নামলে তলিয়ে যান। ঐ শিক্ষিকাকে উদ্ধার করা গেলেও মোখলেছুরের হদিস তখন পাওয়া যায়নি। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালালেও তাকে উদ্ধার করা যায়নি।
এমএস/
আরও পড়ুন