ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

নাটোরে দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারকে বাড়ি নির্মাণের উপকরণ বিতরণ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৬, ২৯ এপ্রিল ২০২৩

নাটোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ২০০ অসহায় পরিবারকে বসতবাড়ি নির্মাণের উপকরণ বিতরণ করার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রষ্ঠানের অবকাঠামো উন্নয়নে চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় (সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সুবিধাভোগী পরিবারের মাঝে এসব  ঢেউটিন এবং অর্থের চেক হস্তান্তর করেন।

এসময় সংসদ সদস্য শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতা নিয়ে সবসময় অসহায় মানুষের পাশে থাকেন। তিনি দেশকে একটি কল্যাণমুখী রাস্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান। এই লক্ষ্য অর্জনে আমরা এবং দেশের সকল মানুষ প্রধানমন্ত্রীর সাথে থাকবো এবং দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করবো।

সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ, জেলা আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার দাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী ,কামরুন্নাহার কাজল প্রমুখ। 

অনুষ্ঠানে সদর ও নলডাঙ্গা উপজেলার ক্ষতিগ্রস্থ অসহায় ১০১টি পরিবারের মাঝে ১১৯ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১ ব্যান্ডিল ঢেউ টিন, ৩ হাজার করে মোট ৩ লাখ ৫৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে নাটোর সদর উপজেলায় ৮৮ টি ও নলডাঙ্গা উপজেলায় ১৩ টি পরিবারকে এসব উপকরণ দেয়া হয়। দুস্থদের মাঝে চেক বিতরণ শেষে সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য নাটোর সদর উপজেলার ১৮ টি ও নলডাঙ্গা ১২ টি মোট ৩০ টি সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ শীর্ষক প্রকল্পের আওতায় ৩০টি ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে ১ কোটি টাকার চেক বিতরণ করা হয়।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি