ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নাটোরে নিষিদ্ধ মাছ ধরার জালসহ ১০ জেলেকে আটক

প্রকাশিত : ১১:৩৬, ৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৩৬, ৪ আগস্ট ২০১৬

নাটোরের হালতিবিল থেকে নিষিদ্ধ মাছ ধরার জালসহ ১০ জেলেকে আটক করে ছয় মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ইঞ্জিন চালিত ৪ টি নৌকা জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার জাহানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নলডাঙ্গা উপজেলার হালতি বিল এলাকায় অভিযান চালায়। এসময় নিষিদ্ধ বাদাই জাল দিয়ে মাছ শিকার করার সময় ১০ জেলেকে আটক করে। জব্দ করা হয় প্রায় ১০ লাখ টাকা মুল্যের তিনটি বাদাই জাল ও চারটি ইঞ্জিন চালিত নৌকা। পরে আটক ১০ জেলের প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ডের সাজা দেয়া হয়। পাশাপাশি জাল পুড়িয়ে নষ্ট করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি