ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নাটোরে শীতের সবজির বাম্পার ফলন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ৩ জানুয়ারি ২০১৯

অনুকুল আবহাওয়ায় নাটোরে এবার শীতের সবজির বাম্পার ফলন হয়েছে। তাই বাজারে সবজির দাম ক্রেতার নাগালেই আছে। আর আবাদের খরচ কম হওয়ায় কৃষকও মুনাফা করছে।

নাটোরে এবার ৮ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্য ধরা হয়। এরইমধ্যে সবধরনের সবজি বাজারে উঠেছে।

এবার আবহাওয়া অনুকুলে থাকায় সবজি আবাদে খরচও হয়েছে কম। নেই পোকা মাকড়ের উপদ্রবও। অনেক কৃষক একই জমিতে তিন রকমের সবজি চাষ করে লাভবান হচ্ছেন। লোকসানের শংকা কম হওয়ায় আগামীতে আরো বেশী জমিতে শীতকালীন সবজি আবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন অনেক কৃষক।

মার্চ মাস পর্যন্ত শীতের সবজি চাষের শেষ সময় নির্ধারিত হলেও এখনই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

নাটোর সবজি চাষের উপযোগী এলাকা ও লাভ বেশী হওয়ায় চাষ আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি