ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে স্কুলছাত্র অন্তু হত্যার দায়ে ১জনের মৃত্যুদন্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ২০ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

নাটোরে স্কুলছাত্র অন্তু হত্যার দায়ে আশরাফ আলী নামে একজনের মৃত্যুদন্ড ও দুজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় দেন। আদালত সুত্রে জানা যায়, ২০১২ সালের ৩১ মে সদর উপজেলার হালসা গ্রামের অশোক চক্রবর্তীর ছেলে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র অনন্ত চক্রবর্তী অন্তুকে প্রতিবেশী আশরাফ আলী ও তার সহযোগীরা অপহরন করে। পরে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে। এঘটনায় দুজনকে আটক করা হলে, তাদের দেয়া তথ্যমতে সেদিন রাতেই উদ্ধার করা হয় অন্তুর মরদেহ। পরে আসামীরা হত্যার দায় স্বীকার করলে রায় দেন আদালত।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি