ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

নাটোরের পান রপ্তানী হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে

প্রকাশিত : ১২:৪৮, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:৪৮, ১৯ আগস্ট ২০১৬

নাটোরের দত্তপাড়ার পান রপ্তানী করা হয় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তবে, সাম্প্রতিক সময়ে ভারতীয় পান আমদানী করায় দেশীয় পানের চাহিদা কমতে শুরু করেছে। ফলে লোকসানের মুখে পড়েছেন স্থানীয় পানচাষীসহ ব্যবসায়ীরা। তাই ভারত থেকে পান আমদানি বন্ধের দাবী জানিয়েছেন তারা। নাটোর জেলায় এবার ৪২০ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে কম। এখানকার পান চলে যায় ঢাকা, চট্রগ্রাম, মুন্সিগঞ্জ ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন অঞ্চলে। একইসাথে রপ্তানী হয় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। কিন্তু সাম্প্রতিককালে ভারতীয় পান আমদানি করায় বিরুপ প্রভাব পড়েছে দেশীয় পান বাজারে। এদিকে, স্থানীয় কৃষি বিভাগের তদারকির অভাবে পোকার আক্রমন-সহ পান চাষে নানা সমস্যার কথা জানালেন চাষীরা। তবে এমন অভিযোগ অস্বীকার করে কৃষি কর্মকর্তা বলছেন ভারত থেকে আমদানী করায় পান চাষে আগ্রহ হারাচ্ছেন চাষীরা। চলতি মৌসুমে জেলায় পান উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৫৩৩ মেট্রিক টন। চাষী ও ব্যবসায়ীরা মনে করছেন সরকারী সহায়তা পেলে পানের আবাদ বাড়িয়ে তা রপ্তানী করে বিপুল বৈদেশীক মুদ্রা অর্জন করা সম্ভব।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি