ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নাদিমের বিশ্বরেকর্ড!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ২১ সেপ্টেম্বর ২০১৮

জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত খেলার সুযোগ না পেলেও বিশ্বরেকর্ড গড়ে ফেললেন ঝাড়খন্ডের স্পিনার শাহবাজ নাদিম৷ ভারতের বিজয় হাজারে ট্রফির ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ১০ রানে ৮ উইকেট তুলে নিয়ে এক নজির গড়লেন বঁ-হাতি স্পিনার। গতকাল বৃহস্পতিবার নাদিম রাজস্থানের বিরুদ্ধে ১০ ওভার হাত ঘুরিয়ে খরচ করেছেন মাত্র ১০ রান৷ আর ৪টি মেডেনসহ নিয়েছেন ৮ উইকেট৷

নাদিমের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে মাত্র ২৮ দশমিক ৩ ওভারে ৭৩ রানে রাজস্থানের ইনিংস গুটিয়ে যায়৷ জবাবে ১৪ দশমিক ৩ ওভারের তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ঝাড়খন্ড৷

এর আগে ‘লিস্ট এ’ ক্রিকেটে সেরা বোলিং ফিগার ছিল এক ভারতীয়রই৷ ১৯৯৭-৯৮ ক্রিকেট মৌসুমে দিল্লির বাঁ-হাতি স্পিনার রাহুল সাংভি হিমাচল প্রদেশের বিরুদ্ধে ১৫ রান খরচ করে ৮টি উইকেট পেয়েছিলেন৷

সাম্প্রতিক সময়ে ঝাড়খন্ড দলের হয়ে শাহবাজ ধারাবাহিকভাবে ফল করছেন৷ সম্প্রতি ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলেছেন তিনি৷ ২৯ বছরের স্পিনার এখনও পর্যন্ত ৯৯ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৩৭৫ উইকেট পেয়েছেন৷

৮৭টি লিস্ট এ ম্যাচে ১২৪ উইকেট পেয়েছেন৷ আইপিএল ও অনান্য টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে ১০৯ ম্যাচে নাদিমের উইকেট সংখ্যা ৮৯৷

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি