নানা আয়োজনে সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উদযাপন
প্রকাশিত : ১৬:২০, ১৪ এপ্রিল ২০২৫

দেশের প্রথম সংবাদভিত্তিক টেস্টেরিয়াল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের রজতজয়ন্তী সিরাজগঞ্জের এনায়েতপুরে নানা আয়োজনে পালিত হয়েছে।
সোমবার সকালে চ্যানেলটির সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার আয়োজনে এনায়েতপুর ইসলাম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে এ আয়োজনে শুরুতেই আলোচনা সভায় জেলা বিএনপি'র উপদেষ্টা সাইদুল ইসলাম, থানার ওসি রওশন ইয়াজদানী, জাতীয় কারুশিল্প পদক প্রাপ্ত তাঁতী তোফাজ্জল হোসেন বাবুল, প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল, সমাজসেবক সমাজ সেবক আব্দুল খালেক শেখ, আব্দুল মতিন মাস্টার, আতাউর রহমান আতা, সিনিয়র সাংবাদিক আরিফুল গনি লিমন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা, এলাকার কৃতি সন্তান একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের হাত ধরে ব্যতিক্রমী সংবাদ ও নানা অনুষ্ঠান উপস্থাপনসহ দেশের নানা উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রেখে শীর্ষস্থানে অবস্থান করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এরপর অতিথিরা একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে কেক কেটে সকলকে খাইয়ে দেন। পরে দেশ তথা বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হয়।
এরপর অতিথিদের জন্য গরম ভাত, ইলিশ ও নানা পদের ভর্তার আয়োজন হয়।
এএইচ
আরও পড়ুন